ঢাকা | রবিবার | ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পূজাকে ফরাসি জাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ

বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমী এর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত ফরাসি জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন। এই সুবর্ণ সুযোগে তিনি উচ্চতর নাচ শেখার জন্য এবং সাংস্কৃতিক আদানপ্রদানকে এগিয়ে নিতে ফ্রান্সের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

আগামী ১৩ নভেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পূজা সেনগুপ্ত থাকবে ফ্রান্সের নিস শহরে। সেখানে তিনি লাবান মুভমেন্ট এনালাইসিসের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করবেন। পাশাপাশি তিনি ফ্রেঞ্চ শিল্পীদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী নৃত্যের ওপর একসেশন পরিচালনা করবেন। তা ছাড়া, নৃত্যশিল্পী হিসেবে তার অংশগ্রহণ থাকবে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিতব্য ‘২৫তম কান আন্তর্জাতিক নৃত্য উৎসব’-এ।

তুরঙ্গমীর যুগ্ম প্রচার সম্পাদক জয়তী রায় এই খবর জানিয়েছেন।

পূজার পরিচালিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফির মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়াটারনেস, অনামিকা সাগরকন্যা, নন্দিনী, হোচিমিন, অদম্য, ধরা তরু কাব্য, অরণ্যা, রেজুলিউশন। পাশাপাশি তিনি একজন গবেষকও, যারা বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা গড়ে তোলার উদ্দেশ্যে ২০১১ সাল থেকে গবেষণা চালাচ্ছেন।

২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে, ২০১৮-১৯ সালে ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জের কার্যক্রমে তাদের নানা কর্মশালা পরিচালনা করেছেন। ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি, রাশিয়ার হারজেন স্টেট ইউনিভার্সিটির নৃত্য শিক্ষাবিষয়ক সম্মেলনে তার প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এছাড়াও, চীন, রাশিয়া ও ভারতের বিভিন্ন জার্নালে তার নৃত্যবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এ বিভাগের আরও খবর