ঢাকা | রবিবার | ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুদ্ধবিরতির সময় গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরো হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ২৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, বুধবার (১৯ নভেম্বর) গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে ও গাজার মূল শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা শুজাইয়া ও জয়তুনে যথাক্রমে একটি করে ভবনে আইডিএফের হামলা চালানো হয়েছে। এসব আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। হানি মাহমুদ বলেন, এক ভবনে হামলার ফলে এক পরিবারের বাবা, মা ও তিন সন্তানেরসহ পরিবারের সবাই নিহত হয়েছেন। তিনি আরও জানান, গাজার ফিলিস্তিনিরা এখন ব্যাপক আতঙ্কের মধ্যে বাস করছেন কারণ এই এলাকায় এখনও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং আইডিএফের নিয়মিত সহিংসতায় ফিলিস্তিনিরা নিরন্তর প্রাণ হারাচ্ছেন।

এ বিভাগের আরও খবর