ঢাকা | বৃহস্পতিবার | ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

১০ টাকার ইনজেকশন ৩০০ টাকা বিক্রি, ফার্মেসিকে জরিমানা ৫০ হাজার

রংপুরে ওষুধের দাম বেশি রাখায় ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।‌ সোমবার (৯ জুন) রাতে নগরীর মেডিকেল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, নগরীর মেডিকেল মোড় এলাকার অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালে এক রোগীর জন্য ওষুধ কিনতে আসেন রহমতুল্লাহ নামে একজন ভোক্তা। তার কাছে একটি ১০ টাকা মূল্যের ইনজেকশন ৩১০ টাকা, চারটি ইনজেকশন সিরিজ ১৮০ টাকা এবং ৬০ টাকা মূল্যের একটি মেডিকেল টেপ ৪৮০ টাকা বিক্রি করে দোকানটির কর্মচারীরা। ওই ভোক্তা দাম বেশি নেওয়ার অভিযোগ তুলে ধরে সোমবার দুপুরে ওই দোকানে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগী সেনাবাহিনীকে বিষয়টি অবগত করলে রাতে সেখানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভুক্তভোগী রহমতুল্লাহ বলেন, আমি লালমনিরহাট‌ থেকে আমার অসুস্থ ছোট ভাইকে নিয়ে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। চিকিৎসাপত্রে লেখা ওষুধগুলো জরুরি ভিত্তিতে অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালে কিনতে এসে প্রতারণার শিকার হয়। ওই দোকানের কর্মচারীরা প্রয়োজনীয় ওষুধের দাম কয়েকগুণ বেশি নেয়। বিষয়টি পরে বুঝতে পেরে তাদের সাথে যোগাযোগ করলে দোকানের লোকজন দাম বেশি নেওয়ার বিষয়টি এড়িয়ে যায়।

এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. সোহাগ বলেন, নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি এবং ভোক্তার কাছ থেকে বেশি দাম নিয়ে এক ধরনের প্রতারণা করায় অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর