ঢাকা | বৃহস্পতিবার | ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

চোখের চিকিৎসা শেষ করে থাইল্যান্ড থেকে দেশে ফিরে again অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি আজ নিজ বাসায় ফিরেছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালে থেকে বাসায় ফিরে আসেন বিএনপি মহাসচিব।

এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে তিনি থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। ফেরার সময় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক আন্তঃবৈঠকও করেছেন। তবে কিছুক্ষণ পরে অসুস্থ বোধ করলে তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সকালে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

এ বিভাগের আরও খবর