ঢাকা | রবিবার | ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগকে আর দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: ইশরাক

ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এখন আর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বিরত করে রাখা হবে না। তিনি শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মেলনে এই মন্তব্য করেন। ইশরাক হোসেন অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের মাধ্যমে নির্বাচন ঠেকানোর চেষ্টায় লিপ্ত। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগকে আর দেশের রাজনীতি করতে নিষেধ করা হবে। তিনি দেশের ভবিষ্যৎ জন্য গুরুত্বের সঙ্গে বলেন, নিজেদের মধ্যে বিভেদ কমাতে হবে। এই বিভেদই আমাদের দুর্বল করবে বলে তিনি মনে করেন। জুলাই মাসের আন্দোলনের সময় সব দল একত্রিত না হলে দেশ শত্রুরা আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে বলে সতর্ক করেন। বিএনপির এই নেতার মতে, দেশের উন্নয়ন ও অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য সকল বিভেদ ভুলে গিয়ে একত্রে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এ বিভাগের আরও খবর